ব্যবসায় নামলেন সানি লিওনি
Update : 26 Jan 2024 - 12:46 PM | পঠিত হয়েছে: 33 বার
নিজস্ব প্রতিবেদক
ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের মানুষদের মধ্যে অনেকেই মূল পেশার পাশাপাশি রোস্তোরাঁ ব্যবসায় নেমেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন এক সময়ের বলিউডি অভিনেত্রী সানি লিওনি।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন লিওনি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’।
ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।
অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং সংগীত শিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে, নাগার্জুন, মৌনি রায়ের মত অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন।
কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওনি ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।
গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনি অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।
ঢাকা