reorder disabled_by_default

ঢাকার সিএমএম কোর্টে আগুন

Update : 25 Jun 2024 - 1:58 PM    |     পঠিত হয়েছে: 34 বার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের হাজতাখানার পাশে মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে আগুনের এই ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের হাজতখানার পাশে চুল্লিতে নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

 

 

 

 

এই বিভাগের আরও খবর