reorder disabled_by_default

আবারও ঢাকায় গাইবেন নচিকেতা

Update : 06 Jun 2024 - 8:57 AM    |     পঠিত হয়েছে: 53 বার

বিনোদন ডেস্ক :

সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গেল বছর ঢাকায় একটি একক কনসার্ট করেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। ওই বছরের নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আবারও ঢাকা মাতাতে আসছেন নচিকেতা।

আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের কনসার্ট।

আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এবারও নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রথম কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন তিনি। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।

এই বিভাগের আরও খবর