এবার শোবিজে মেহজাবীনের বোন মালাইকা
Update : 17 Feb 2024 - 6:40 AM | পঠিত হয়েছে: 35 বার
নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এবার তারই পথ অনুসরণ করলেন অভিনেত্রীর ছোট বোন মালাইকা চৌধুরী।
জানা গেছে, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে নাম লেখাচ্ছেন মালাইকা। বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞাপনচিত্র।
এদিকে, মালাইকার এই যাত্রায় অভিনন্দন জানিয়েছেন বড়বোন মেহজাবীন। নিজের ফেসবুকে বিজ্ঞাপনচিত্রটি শেয়ার করে তিনি লিখেছেন, মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।
মেহজাবীনের একনিষ্ঠ ভক্তদের সঙ্গে অবশ্য মালাইকার পরিচয় আগে থেকেই। কেননা চার বছর আগে সামাজিকমাধ্যমো তার ছবি প্রকাশ করেছিলেন মেহজাবীন। তা দেখে অনেকেই ধারণা করেছিলেন বোনকে শোবিজে আনার পূর্বাভাস দিলেন মেহজাবীন।
সে সময় শোনা গিয়েছিল ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তার। তবে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন মালাইকা।