reorder disabled_by_default

ঢাকায় ড্রাইভার হইতে সাবধান

Update : 07 Feb 2024 - 11:40 AM    |     পঠিত হয়েছে: 35 বার

রাজধানীর ঢাকায় দীর্ঘ দিন ধরে এক ব্যবসায়ীর গাড়ি চালাতেন আলতাফ হোসেন। ফলে তার প্রতি ছিল অগাধ বিশ্বাস। কিন্তু সেই আলতাফ বিশ্বাস ভেঙে ব্যবসায়ীর লাখ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। সম্প্রতি ঘটেছে এমন ঘটনা ।

আরো জানা যায় ড্রাইভার আফতাফ হোসেনের বাড়ী পাবনার জহিরপুর গ্রামের ক্যালিকো কটন মিলস এলাকায় তার পিতা আব্দুল হামিদ মৃধা ও মাতা ছালেহা বেগম।

এদিকে ব্যক্তিগত গাড়ির চালক নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। সম্প্রতি রাজধানী ঢাকায় ব্যক্তিগত চালক কর্তৃক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী অপহৃত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ পরামর্শ দেন।

হারুন অর রশীদ পরামর্শ দিয়ে বলেন, সম্পদশালী যারা ব্যক্তিগত গাড়িচালক নিয়োগ দেন, তাদের একটু সতর্ক হতে হবে। কারণ গাড়িচালকরা পরিবারের সদস্যদের সঙ্গে মিশে বিভিন্ন তথ্য সংগ্রহ করে অপরাধীদের সরবরাহ করে। অনেক ঘটনার অভিযোগ আমাদের কাছে আসে না। অনেকে ঝামেলা মনে করে টাকাপয়সা দিয়ে মীমাংসা করে ফেলে।

 

এই বিভাগের আরও খবর