reorder disabled_by_default

আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

Update : 20 Jun 2024 - 9:06 AM    |     পঠিত হয়েছে: 28 বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে দুইদেশ একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করে মালয়েশিয়া।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতের পর প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বিদেশিরা বিনিয়োগ করতে ও বাড়াতেই চায়। কিন্তু নানান শুল্ক, বাড়তি কর ও বাড়তি মূসক এই খাতকে এগোনোর গতিকে ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি।

তিনি বলেন, আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে।

এই বিভাগের আরও খবর