reorder disabled_by_default

আজিজের ২ ভাইয়ের জালিয়াতি: ইসি-পাসপোর্ট দপ্তরে দুদকের চিঠি

Update : 10 Jun 2024 - 1:27 PM    |     পঠিত হয়েছে: 18 বার

নিজস্ব প্রতিবেদক :

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি এবং পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচন কমিশনের এনআইডি শাখা ও পাসপোর্ট অধিদপ্তরে আজ এ চিঠি দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় মিলনায়তনে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে।

এদিকে আজ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই ‘মিথ্যা তথ্য ব্যবহার করে’ জাতীয় পরিচয়পত্র কীভাবে পেলেন, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠনের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা।

 

এই বিভাগের আরও খবর