reorder disabled_by_default

খুলনায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Update : 09 Jun 2024 - 3:03 PM    |     পঠিত হয়েছে: 49 বার

খুলনা প্রতিনিধি :

খুলনায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরের দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের বাবু খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার পাটকেলঘাটা এলাকার সরুলিয়া গ্রামের শিশুবর দাসের ছেলে আশুতোষ দাস (৬৫), পাটুয়াখালি এলাকার চিত্তরঞ্জন ঘোষের ছেলে মোহনলাল ঘোষ (৬৪) ও তার স্ত্রীর মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি।

খর্নিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুন্সি পারভেজ হাসান জানান, দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস (খুলনা মেট্রো-ব-১১-০২১৮) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-২১-৭২২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারচালকসহ তিনজনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর