reorder disabled_by_default

গ্রামীণফোনের চেয়ারম্যান নিয়োগ

Update : 25 Feb 2024 - 6:27 PM    |     পঠিত হয়েছে: 48 বার
জ্যেষ্ঠ প্রতিবেদক
পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাকন ব্রুসেট কজোল। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে হাকন ব্রুসেট কজোল কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গ্রামীণফোন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। এ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩৫০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ। এসবের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হতে ১.৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৫৬ শতাংশ শেয়ার আছে।

এই বিভাগের আরও খবর