অপরাধী-রোহিঙ্গাদের হাতে এনআইডি-পাসপোর্ট, গ্রেপ্তার ২৩
Update : 25 Feb 2024 - 6:04 PM | পঠিত হয়েছে: 62 বার
নিজস্ব প্রতিবদেক
দাগী অপরাধী, অ-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট বানিয়ে দেওয়া একটি চক্রের ২৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, অপরাধী, অ-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দেওয়া একটি চক্র শনাক্ত করেছে ডিবি।
বিপুল পরিমাণ ডকুমেন্টস, আনসার সদস্য, রোহিঙ্গা নারী-পুরুষ ও দালালসহ এ চক্রের ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।