reorder disabled_by_default

বিপিএলকে ‘সার্কাস’ বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে

Update : 25 Feb 2024 - 3:44 PM    |     পঠিত হয়েছে: 20 বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বছরের পর বছর ধরে সমালোচিত হলেও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ এটিকে ‘সার্কাস’ আখ্যা দিয়ে আরও একধাপ এগিয়ে গেছেন।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কিছু নিয়মনীতি থাকা দরকার।’
তিনি বলেন, ‘একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে এবং এরপর আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো।’
বাংলাদেশে ‘যথাযথ টি-টোয়েন্টি টুর্নামেন্ট না হওয়ায়’ হতাশা প্রকাশ করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘এটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু যখন আমি বিপিএল দেখি, তখন মাঝে মাঝে টিভি বন্ধ করে রাখি। কিছু খেলোয়াড় এই শ্রেণিরই নয়। বর্তমান সিস্টেম নিয়ে আমার একটা বড় সমস্যা আছে।’
বাংলাদেশের এই কোচ এমন একটি টি-টোয়েন্টি ইভেন্টের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যেখানে বাংলাদেশি বোলাররা ডেথ ওভারে বোলিং অনুশীলন করতে পারে এবং যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা টপ অর্ডারে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারে।
হাথুরুসিংহে আরও বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি যা চায় তাই করে। তিনি বলেন, ‘আমার সেরা কিছু খেলোয়াড় বিপিএল খেলছে না। তাহলে আপনি কীভাবে আশা করেন যে বাংলাদেশ দল অন্য দলগুলোর সঙ্গে থাকবে? আমি একটা কঠিন যুদ্ধ করছি।’
আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মধ্য দিয়ে প্লে-অফে প্রবেশ করেছে বিপিএল ২০২৪। বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
হাথুরুসিংহে মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আসল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মাঠে, তবে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল হিসেবে উন্নতি করছি। সত্যি বলতে, আমরা আন্ডারডগ। এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ। আমি এখনও আত্মবিশ্বাসী যে আমরা তাদের সঙ্গে ভালো লড়াই হবে। বিশ্বকাপের আগে, এই সিরিজের পর আমরা বুঝতে পারব আমরা কোথায় আছি।’

এই বিভাগের আরও খবর