reorder disabled_by_default

রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Update : 24 Feb 2024 - 6:19 AM    |     পঠিত হয়েছে: 40 বার
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার এ-৫০ নামের একটি সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
দেশটির সামরিক বাহিনীর দাবি, শুক্রবার রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে বিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
সমরস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে জরুরি পরিষেবাগুলি কানেভস্কয় জেলায় বিমানের টুকরো খুঁজে পায়।
তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সামরিক সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক।
টেলিগ্রামে তিনি লিখেছেন, ডিফেন্ডার ফাদারল্যান্ড দিবসে (রাশিয়ার সামরিক ছুটির দিবস) দখলকারীদের অভিনন্দন।
কিয়েভের দাবি, ভূপাতিত করা রুশ বিমানটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান যা গোয়েন্দা কাজে ব্যবহার করত রাশিয়া।

এই বিভাগের আরও খবর