reorder disabled_by_default

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

Update : 19 Jun 2024 - 1:02 AM    |     পঠিত হয়েছে: 6 বার

নিজস্ব প্রতিবেদক ;

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ এলাকার বৃষ্টি ও বন্যা সম্পর্কে জানতে চাইলে এ আবহাওয়াবিদ জানান, চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দুটি বিভাগে রয়েছে ভারী বর্ষণের কারণে ভূমিধসের শঙ্কা। আগামী ১০ দিন বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। তাই বন্যার পানি বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর