reorder disabled_by_default

গরুবাহী গাড়ি থেকে অর্থ আদায়, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

Update : 15 Jun 2024 - 1:16 PM    |     পঠিত হয়েছে: 37 বার

নিজস্ব প্রতিবেদক :

কোরবানির গরুবাহী গাড়ি থেকে অর্থ আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ খবর জানান।

গত বৃহস্পতিবার (১৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত রিপোর্টের প্রেক্ষিতে ওই দিনই এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত কর হয়।

এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআইজি ইনামুল হক সাগর জানান, কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর