সৌদি আরবে সোমবার থেকে রোজা শুরু
Update : 10 Mar 2024 - 5:56 PM | পঠিত হয়েছে: 52 বার
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে সোমবার (১১ মার্চ) হবে পহেলা রমজান। রোববার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।
চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামিক মাসগুলি সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শা’বান ২৯ দিনে শেষ হয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়া, ব্রুনেই, মালয়েমিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও রোববার রমজানের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে এই দেশগুলোতে সোমবার হবে পহেলা রমজান।