reorder disabled_by_default

ঢাকার যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

Update : 01 Mar 2024 - 11:29 AM    |     পঠিত হয়েছে: 57 বার
নিজস্ব প্রতিবেদক
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১ মার্চ) তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এসময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর