reorder disabled_by_default

রমজানে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে: প্রধানমন্ত্রী

Update : 28 Feb 2024 - 5:33 PM    |     পঠিত হয়েছে: 19 বার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি বলেন, ‘আশা করছি, পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে।’

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য (ভোলা) আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তা বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্ত নারী এবং নিম্ন আয়ের মানুষসহ দরিদ্র পরিবারগুলোকে স্বস্তি দেবে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের দুর্ভোগ লাঘবে সরকার সব সময় সচেষ্ট।

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক দাম স্বাভাবিক রাখতে সরকার সবকিছু করছে। আমরা ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মতো কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি মূল্যস্ফীতির চাপ অনুভব করছে বাংলাদেশ।

মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর